স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর চলছে। বিপিএলের তিন ভেন্যু (মিরপুর, চট্টগ্রাম ও সিলেট) সংস্কারের জন্য ক্রীড়া মন্ত্রণালয়/জাতীয় ক্রীড়া পরিষদ ৩০ কোটি টাকা ব্যয় করেছে।
বিসিবির দেশের অন্য সকল ফেডারেশনের চেয়ে আর্থিক সাবলম্বী তো বটেই বাংলাদেশের ক্রীড়া বাজেটের প্রায় সমান অর্থ বিসিবির স্থায়ী আমানত রয়েছে। চুক্তি এবং বিসিবির সামর্থ্য থাকা সত্ত্বেও জাতীয় ক্রীড়া পরিষদ/ক্রীড়া মন্ত্রণালয় বিপিএলের আগে ৩০ কোটি টাকা সংস্কার ব্যয় করেছে।
এই প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, স্টেডিয়ামগুলো আমাদের অধীনে রক্ষণাবেক্ষণ ও সংষ্কারের দায়িত্বও আমাদের। বিপিএল তারুণ্যের উৎসবেরও অংশ। এজন্য আমরা এটি করেছি। এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সচিব বলেন, ফুটবলকেও আমরা সহযোগিতা করছি। চট্টগ্রাম স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফেকে প্রদান করা হয়েছে। আরো কয়েকটি নিয়ে আলোচনা চলছে।
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:২০