জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মরহুম মোজাহার আলী প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপি ও মোজাহার আলী প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে নুরুজ্জামান রাশেদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুনসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোজাহার আলী প্রধান সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪৮