আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ২০১৮ সালে দিনাজপুর ২-বিরল বোচাগঞ্জ আসন হতে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আলহ্ধসঢ়;জ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বার বার আমাদেরকে একটা কথা বলেছেন আপনারা এলাকায় যান, এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকুন। এটাকেই আমরা ধারণ করে উনার নির্দেশনায় আজকে আমরা ৩নং-মুর্শিদহাট ও ৪নং-আটগাও ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করতে এসেছি। বিকালে ২নং-ইশানিয়া ইউনিয়নের বকুলতলায় শীত বস্ত্র বিতরণ করব। এভাবেই আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নেতার নির্দেশে শীত বস্ত্র বিতরণ করব। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিত হয়ে এই দেশ টাকে একত্রিত করে আমাদের কর্মযোগ্য চালাতে চাই।
শনিবার বেলা ১২টায় সেতাবগঞ্জ পালিপাড়া আব্দুল ওয়াহেদ চৌধুরীর চাতাল প্রাঙ্গনে ৩নং-মুর্শিদহাট ও ৪নং- আটগাও ইউনিয়নের প্রায় ৫শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুজ্জামান বাবু এর সভাপতিত্বে এছাড়াও সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার, ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম পেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল হারেসুল, যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী, ৪নং-আটগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ ওমর ফারুক, মোঃ রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ উজ্জ্বল, সদস্য সচিব ওয়াসিম, সেতাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকারিয়া চৌধুরী ওরেন্স, ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শামীম আজাদ. ৪নং-আটগাও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রাসেদুজ্জামান রাসেদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৪