স্পোর্টস ডস্কে : তাহলে ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওই ওয়ানডেই তামিম ইকবালের ‘শেষ’ হয়ে রইল! এরপর থেকে নানা কারণে জাতীয় দলের বাইরে আছেন তিনি। আর ফেরার সম্ভাবনাও নেই। বিষয়টা তামিম নিজেই জানিয়ে দিয়েছেন, যা প্রকাশ পেয়েছে আজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’, যেহেতু দুজনেই অবসরের ঘোষণা দেননি। শুক্রবারও ফারুক একই ভিত্তি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পাওয়ার চেষ্টার কথা জানান। ঠিক এই সময় এসে তামিম অনানুষ্ঠানিক মাধ্যমে জানালেন নিজের অবসরের কথা।
টি-টোয়েন্টি থেকে অবসরের কথা তিনি জানিয়ে দিয়েছিলেন ২০২১ সালে। তবে ওয়ানডে আর টেস্ট থেকে অবসরের ঘোষণা তিনি দেননি এতদিন। সে কারণে বিসিবিও তাকে বিবেচনা করে আসছিল। এবার তামিমের এই বক্তব্যে নিশ্চয়ই সে অবস্থান থেকে সরে আসতে হবে নির্বাচকদেরকে।
কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২১