স্পোর্টস ডেস্ক : মেস্তায়ায় বছরের শুরুতে রিয়াল মাদ্রিদের ম্যাচটায় নাটকীয় অনেক কিছুই হয়ে গেল। তবে সবচেয়ে বড় শিরোনামটা কেড়ে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। সরাসরি লাল কার্ড দেখেছেন তিনি। যার ফলে তার সামনে এখন বড় সময়ের জন্য নিষিদ্ধ হওয়ার শঙ্কা এসে দাঁড়িয়েছে।
তার জবাবটা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেন কড়াভাবে। তার হাত চলে যায় মেসিডোনিয়ান গোলরক্ষকের গলায়। তাকে গলায় ধাক্কা দিয়ে পেছনের দিকে ঠেলে দেন তিনি।
ভিনি সে কারণেই লাল কার্ড দেখেছেন। সাবেক আন্তর্জাতিক রেফারি এদুয়ার্দো ইতুরালদে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে বলেন, ‘এটা লাল কার্ড, কারণ সে তাকে মুখে আঘাত করেছে। বুকে ধাক্কা দিলে হয়তো হলুদ কার্ড পেত, যদি না এটা ঘুষি হতো। তবে মুখে আঘাত দেওয়া যাবে, আইনত এটা ছোঁয়াই যায় না।’
ভিএআরে এই ঘটনা দেখতে পেয়ে রেফারি সোতো গ্রাদো ভিনিকে লাল কার্ড দেখান সরাসরি। লা লিগায় সপ্তম বছরে এসে প্রথম সরাসরি লাল কার্ড দেখেন তিনি। এই ঘটনার প্রতিবাদে আরও ফুঁসে ওঠেন সদ্য ফিফা বেস্ট জেতা এই খেলোয়াড়, তেড়ে যান রেফারির দিকে। তখন আন্তনিও রুডিগার ও দানি সেবায়োস তাকে আটকান।
এই ঘটনার ফলে ভিনি এখন ফেঁসে যেতে পারেন। বড় শাস্তি হতে পারে তার। রেফারির অফিসিয়াল রিপোর্ট কেমন হবে, তার ওপর নির্ভর করে তার শাস্তি নির্ধারিত হবে। এই অপরাধ যদি স্প্যানিশ ফুটবলের ডিসিপ্লিনারি কোডের ১০৩ ধারায় ফেলা হয়, তাহলে তার জন্য ৪ ম্যাচের নিষেধাজ্ঞা অপেক্ষা করছে। যেটা হলে তিনি কোপা দেল রেতে দেপোর্তিভা মিনেরার বিপক্ষে ম্যাচ, ও তার পরের রাউন্ডের মাচ, এরপর স্প্যানিশ সুপার কাপ দুইটি সম্ভাব্য ম্যাচে তাকে পাবে না রিয়াল।
কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০