খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ইংরেজী নববর্ষে শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাধারণ সভা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় সমিতির কার্যালয়ে কার্যকরি কমিটির উদ্যোগে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বি.এম মকবুল হোসেন।
প্রয়াত দলিল লেখকগণের রুহের মাগফেরাত কামনাসহ ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভায় ৫৫ জন দলিল লেখক উপস্থিত ছিলেন। এসময় দলিল লেখকদের নিজ নিজ দায়িত্ব পালনসহ সকলের সাথে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে ন্যায় নিষ্ঠাভাবে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির বার বার নির্বাচিত সভাপতি আলহাজ মোঃ নুরুল হক মিয়া উপস্থিত দলিল লেখকদের ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,আপনাদের অধিকার আদায়ের জন্য বিগত দিনে যে ভাবে কাজ করেছি ভবিষ্যতেও একই ভাবে কাজ করে যাব। আপনাদের সাথে থেকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব। সমিতির কল্যানের জন্য আপনাদের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪০