এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আনন্দ র্যালি ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বুধবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল চৌগাছা উপজেলা শাখার আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যশোর বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। গাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা ( ভারঃ), পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা সরকারি কলেজের আহবায়ক মোবারক ইসলাম রবিন, সদস্য সচিব রাকিব হাসান, উপজেলা ছাত্রদল নেত্রী ফারিহা সুলতানা, পৌর ছাত্রদল নেত্রী ফারহানা ফারনি তমা, ছাত্রদল নেতা সোয়াইব হোসেন,কাউছার আহমেদ, ফারহান নাদিম সোহানুর হোসেন মামুন প্রমুখ।
কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২