আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জে শনিবার ভোররাতে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর সিনহুয়ার।
রাশিয়ার রাষ্ট্র্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে গণমাধ্যমটি এ খবর জানিয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল সিমুশির দ্বীপের ২৮ কিলোমিটার পশ্চিমে ওখটস্ক সাগরে অবস্থিত।
ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভার বরাত দিয়ে আরআইএ নভোস্তি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৬০ কিলোমিটার। তবে এতে সুনামির সম্ভাবনা নেই।
কিউটিভি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৮