আন্তর্জাতিক ডেস্ক : আজ বুধবার আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র এএফপিকে জানান, পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে, যাতে ৪৬ জন নিহত হয়েছেন।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তান বারমাল জেলার চারটি স্থানে বোমাবর্ষণ করেছে। এই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া, হামলায় ছয়জন আহত হয়েছেন।
পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে “বর্বর” ও “স্পষ্ট আগ্রাসন” বলে অভিহিত করা হয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আফগানিস্তান তার ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় জবাব দিতে প্রস্তুত।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে গেছে। পাকিস্তান আফগান তালেবান সরকারকে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০