ডেস্ক নিউজ : স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক একে আজাদ খান বলেছেন, স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। চিকিৎসকদের কমিশন রোধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে। একইসঙ্গে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে মতবিনিময় সভায় ওঠে আসা অংশীজনদের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করা হবে। জনমুখী সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আজকের সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রস্তাবনা এসেছে। এসব প্রস্তাবনা কমিশনের কাজের জন্য সহায়ক হবে।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সদস্য ডা. আজহারুল ইসলাম খান বলেছেন, রোগীদের বিদেশমুখিতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। সভায় অধ্যাপক ডা. আবুল ফয়েজ বলেন, গুণগত এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সভায় গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:২৫