ডেস্ক নিউজ : রাজধানীর মগবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাবিবউল্লাহ হাবিব (১৮)।
তিনি আহসান ক্যাটারিং নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
ময়মনসিংহ সদর উপজেলার সানাদিয়া গ্রামের নায়েব আলীর ছেলে হাবিব। বর্তমানে মগবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের বন্ধু সোহেল রানা জানান, হাবিব, গ্রামের বাড়ি থেকে ঢাকার মগবাজারে বাসায় ফেরার পথে রবিবার ভোরে মগবাজার এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পোনে ৬ টায় তার মৃত্যু হয়।
কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৬