স্পোর্টস ডেস্ক : উয়েফা অঞ্চলের দলগুলো নিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) ফিফার সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে হবে বাছাইয়ের ড্র অনুষ্ঠান। জুরিখে বাংলাদেশ বিকাল ৪টায় ড্র শুরু হবে। এর জন্য ৫৪টি দলকে ৫টি পটে সাজানো হয়েছে। প্রথম চারটি পটে আছে ১২টি করে ৪৮টি দল। ৫ নম্বর পটে দলসংখ্যা ৬টি। পট থেকে দল নিয়ে ১২টি গ্রুপ করা হবে। ৬টি গ্রুপ হবে ৪ দলের, বাকি ৬টি ৫ দলের।
পট ১
পট ২
পট ৩
পট ৪
পট ৫
ফ্রান্স
ইউক্রেন
স্কটল্যান্ড
বুলগেরিয়া
মলদোভা
ইংল্যান্ড
সুইডেন
স্লোভেনিয়া
লুক্সেমবার্গ
অ্যান্ডোরা
পর্তুগাল
তুরস্ক
আয়ারল্যান্ড
বেলারুশ
মাল্টা
অস্ট্রিয়া
ওয়েলস
আলবেনিয়া
কসোভো
জিব্রাল্টার
নেদারল্যান্ডস
হাঙ্গেরি
নর্থ মেসেডোনিয়া
আর্মেনিয়া
লিচেস্টেইন
বেলজিয়াম
সার্বিয়া
জর্জিয়া
কাজাখস্তান
স্যান মেরিনো
ইতালি
পোল্যান্ড
ফিনল্যান্ড
আজারবাইজান
জার্মানি
রোমানিয়া
আইসল্যান্ড
এস্তোনিয়া
ক্রোয়েশিয়া
গ্রিস
নর্দার্ন আয়ারল্যান্ড
সাইপ্রাস
সুইজারল্যান্ড
স্লোভাকিয়া
মন্টেনিগ্রো
ফারাও আইল্যান্ডস
ডেনমার্ক
চেক প্রজাতন্ত্র
বসনিয়া ও হার্জেগোভিনা
লাটভিয়া
স্পেন
নরওয়ে
ইসরাইল
লিথুয়ানিয়া
উয়েফার ৫ দলের গ্রুপের বাছাই শুরু হবে আগামী বছরের মার্চে। ৪ দলের-গুলো সেপ্টেম্বরে। নভেম্বরে শেষ হবে বাছাই। প্লে-অফের ম্যাচগুলো হবে ২০২৬ সালের মার্চে। ড্র অনুষ্ঠান শেষে চূড়ান্ত হবে সূচি। ৪৮ দলের মধ্যে থেকে ১৬টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০০