বিনোদন ডেস্ক : প্রথমবার ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে জুটি হতে যাচ্ছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী তানজিন তিশা। ভালোবাসা আর মায়ায় জড়ানো গল্প নিয়ে ওয়েব ফিল্মটি নির্মিত হতে যাচ্ছে। এটি নির্মাণ করবেন তরুণ পরিচালক জাহিদ প্রীতম। তানজিন তিশা বলেন, গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। তাই কাজটিতে যুক্ত হয়েছি।
আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে। ওয়েব ফিল্মটি নিয়ে প্রীতম হাসানের ভাষ্য, খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ‘ঘুমপরী’ দর্শকদের আরও ভালো লাগবে। ওয়েব ফিল্মে চমক হিসেবে থাকছে জুলাই-আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারসা মাহজাবীনও। প্রথমবারের মতো অভিনয় করতে পেরে খুব উচ্ছ্বসিত এই কণ্ঠশিল্পী।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৮