এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে আব্দুল গণি (৫২) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল গণি গুয়াতলী গ্রামের বাসীন্দা। তিনি পেশায় এক জন কৃষক।
প্রতিবেশি ও স্বজনরা জানিয়েছেন, সে কিছু দিন যাবৎ বিভিন্ন রোগে ভূগছিল। তিনি ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছিলো। সে অসুস্থ্য হলে এনিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে অভিমান করে কৃষক আব্দুল গণি নিজের বাড়ীর পাশে আম বাগানে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেয়।
মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশিদের সহযোগীতায় তার মৃতদেহ উদ্ধার করে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি পায়েল হোসেন।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৮