স্পোর্টস ডেস্ক : নতুন প্রজন্মের সেরাদের একজন ভাবা হয় হ্যারি ব্রুককে। দুই বছর আগে অভিষেকের পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টেই ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। তিন ইনিংসেই দুটি শতক ও একটি অর্ধশতক হাঁকিয়েছেন ব্রুক। ক্রাইস্টচার্চ টেস্টে এক ইনিংসে ব্যাট করে ১৭১ রানের ইনিংস খেলার পর ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১১৫ বলে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি। পরের ইনিংসেও ৬১ বলে ৫৫ রান করেন ব্রুক।
এমন বিধ্বংসী ফর্মে থাকা ব্রুককে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ এর স্বীকৃতি দিচ্ছেন সতীর্থ জো রুট। তার মতে, এই মুহূর্তে বাকিদের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছেন ব্রুক। গত সপ্তাহে প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন রুট। তার পরেই আছেন ব্রুক। কিন্তু ব্রুককেই সেরার স্বীকৃতি দিচ্ছেন রুট। তিনি বলেন, ‘ব্রুক এই মুহূর্তে বাকিদের সঙ্গে বিস্তর ব্যবধানে এগিয়ে বিশ্বের সেরা খেলোয়াড়। সে চাপ সইতে পারে, আবার চাপ বিস্তারও করতে পারে। আপনার মাথার ওপর দিয়ে ছক্কা মারতে পারে, স্কুপ করে নিজের মাথার ওপর দিয়েও সেটা পারে। স্পিনে মারতে পারে, সিমেও।’
২৩ টেস্টের ৩৮ ইনিংসে ৬১.৬২ গড়ে ২২৮০ রান করেছেন ব্রুক। নামের পাশে এরই মধ্যে যোগ করেছেন ৮টি শতক ও ১০টি অর্ধশতক। খেলতে খেলতে এই পরিসংখ্যানের অবনতি হবে বলে মনে করেন ব্রুক। বিনয়ী ব্রুক তাই পরিশ্রমকেই উন্নতির মন্ত্র মনে করেন। তিনি বলেন, ‘আমি তাকে (রুট) ধরার চেষ্টা করছি। কিন্তু সে বেশি ভালো, তাই না? মাত্র ২৩ ম্যাচ খেলেছি, তাই পরিসংখ্যান খুব দ্রুতই নেমে যাবে।
আমি শুধু চেষ্টা করছি, নেটে কঠোর পরিশ্রম করে অস্বস্তির জায়গাগুলোয় উন্নতি করে যতটা সম্ভব ভালো হতে। সব সময়ই সব জায়গায় উন্নতির সুযোগ থাকে।’নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে তেমন কিছু করতে না পারলেও ওয়েলিংটনে রান পেয়েছেন রুট। দ্বিতীয় ইনিংসে ১৩০ বলে ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এটি রুটের টেস্ট ক্যারিয়ারের ৩৬তম শতক।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪