জালাল আহমদ,ঢাবি : প্রকৃতির নৈসর্গিক লীলাভূমি লক্ষ্মীপুর জেলা থেকে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব লক্ষ্মীপুর এর প্রথম সাধারণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইস্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাতেহা শারমিন এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনির হোসেন ।
তারা দু’জন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠনের বর্তমান সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডুসালের সদ্য সাবেক সভাপতি আবদুল আহাদ আলভি এবং সদ্য সাবেক সাধারণ আবদুর রহিম। পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সালেহ আহমেদ ও লিমন মাহমুদ হাসান।নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সবার সাথে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবে বলে জানা গেছে। সদ্য সাবেক সভাপতি আবদুল আহাদ আলভি বলেন, “আমরা আশাবাদী নবগঠিত এ কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।”সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, “আমাদের এই অগ্রযাত্রা নতুন নেতৃত্ব আরো বহুদূরে নিয়ে যাবে।”
সংগঠনের নব নির্বাচিত সভাপতি ফাতেহা শারমিন বলেন, “আমার ওপর আস্থা রেখে সংগঠনের সদস্যরা যে দায়িত্ব অর্পন করেছেন তা আমি শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালন করতে সর্বাত্মক চেষ্টা করব।আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ডুসালকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।ডুসালের সদস্যদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে নির্বাচিত করার জন্য।”সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, “লক্ষ্মীপুরের কোনো মেধাবী শিক্ষার্থী যেনো উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটি নিয়ে কাজ করবে ডুসাল। প্রতিটি শিক্ষার্থী যেনো মেধার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ দেখে তার জন্য ডুসাল অগ্রণী ভূমিকা পালন করবে।”প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৪