শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তিতে মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে  মাটিরাঙ্গা জোন কর্তৃক পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গা জোন কর্তৃক কন্যা দায়গ্রন্থ মাতাকে কন্যার ভর্তির ফরম ফিলাপ করার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা, কবুতরছড়া জামে মসজিদে ৫ বাণ ঢেউটিন, মাটিরাঙ্গা থিয়েটারে ১টি হারমোনিয়াম, ১টি জিপসিপ, ১টি বুক সেলফ, জুন-ডিসেম্বর ২০২৪ এর মধ্যবর্তী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও থিয়েটারের এরিয়া স্থাপন এবং অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃকর্ণেল মো.কামরুল হাসান পিএসসি।
এছাড়াও, পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষ্যে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক ৩৫,হাজার টাকা খরচ করা হয়।এছাড়াও, মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া, গুইমারা ইউনিয়ন, গুইমারা উপজেলা এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে গুইমারা সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক জনাব রুপন, পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে মোট ৩৫৪ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৭০ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৬২৪ জন’কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃকর্ণেল মো.কামরুল হাসান পিিএসসি।
এছাড়াও মাটিরাঙ্গা জোনের তত্ত্ববধানে গুইমারা রিজিয়নের পৃস্টপোষকতায় পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষ্যে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কমান্ডার, ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন এবং গুইমারা রিজিয়নের সকল জোন কমান্ডার।
অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। সর্বোপরি আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit