আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানালেও হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীকে রয়টার্সের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলে তারাও কোনো জবাব দেননি। রোববারের হামলাটি চালানো হয়েছে বৈরুতের রাস আল-নাবা এলাকার আশেপাশে। সেখানে ইসরাইলি বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বৈরুতের দক্ষিণ শহরতলী থেকে বাস্তুচ্যুত অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০