বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার স্কোয়াডে সিমিওনের ছেলে
Reporter Name
Update Time :
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
৮২
Time View
স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার (১৫ নভেম্বর) প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন নাহুয়েল মলিনা। ফলে এই ফুলব্যাককে মাঠ থেকে তুলে বদলি খেলোয়াড় নামাতে হয়েছিল। অন্যদিকে সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো আগে থেকেই ইনজুরিতে ভুগলেও প্যারাগুয়ের বিপক্ষে ইঞ্জেকশন নিয়ে খেলতে নেমেছিলেন। কিন্তু পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই দুইজনকে পাচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি।
আগামী বুধবার (২০ নভেম্বর) ঘরের মাঠ লা বোম্বানেরায় পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ১২তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরির কারণে ছিটকে গেছেন। আর দলে ডাক পেয়েছেন গিউলিয়ানো সিমিওনে। রোমেরোর ডান পায়ের চোটের অবনতি হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি এরই মধ্যে লন্ডনে নিজের ক্লাবে ফিরে গেছেন। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
গিউলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার এবং অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে। ২১ বছর বয়সী সিমিওনে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়েই খেলেন। চলতি মৌসুমে এই ফরোয়ার্ড লিগে ৮ ম্যাচে ১ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। চলতি বছর আর্জেন্টিনার জার্সিতে প্যারিস অলিম্পিকে খেলেছেন তিনি। মরক্কোর বিপক্ষে গোলও করেছিলেন সিমিওনে।
এদিকে পেরুর বিপক্ষে ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের ফুলব্যাক নাহুয়েল মলিনার না খেলাও নিশ্চিত। প্যারাগুয়ের বিপক্ষে চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি এই রাইটব্যাক। তার জায়গায় দ্বিতীয়ার্ধে খেলা গঞ্জালো মন্তিয়েলই পেরুর বিপক্ষে প্রথম একাদশে খেলবেন।
রোমেরো প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন। চোট সত্বেও প্যারাগুয়ের বিপক্ষে তাকে মাঠে নামিয়েছিলেন আর্জেন্টিনার কোচ। আসুনসিয়নে সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে রোমেরোর বদলি হিসেবে নামেন লিওনার্দো বালের্দি। পেরুর বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন বালের্দি। অন্যদিকে ফাকুন্দো মেদিনা থাকছেন নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবে। লিগত ওয়ানের ক্লাব লিওঁতে খেলা এই ফুলব্যাক প্যারাগুয়ের বিপক্ষে কাঁধে চোট পেয়েছেন। পেরুর বিপক্ষে ঘরের মাঠে তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।
নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াড ঘোষণার পর চোটের কারণে ছিটকে যান ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। অন্যদিকে ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় ডাক পাননি হেরমান পেজ্জালা। ছিটকে যাওয়ার তালিকায় আছেন ফিওরেন্টিনার নিকো গঞ্জালেসের নামও।