আন্তর্জাতিক ডেস্ক : রোববার ( ১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই নেতা।
পারমাণবিক অস্ত্রের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত মানুষ নেবে এমন প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন বাইডেন ও শি। এছাড়া এআই ব্যবহারের সম্ভাব্য ঝুঁকিগুলোকে সাবধানে বিবেচনা করার এবং সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশে দায়িত্বশীল ও বিচক্ষণতার সঙ্গে কাজ করার ওপর জোর দেন দুই নেতা।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৫