বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম বেশ কিছু দিন হলো ভেঙেছে। এখন তারা দুদিকে। প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের সম্পর্কে। যদিও দুজনের কেউই মুখ খোলেননি এ বিষয়ে। এখন তারা নাকি একে অপরের বন্ধু হয়ে আছেন।
বুধবার মালাইকা হেঁটে যাচ্ছিলেন ঢাউস ফ্লাস্ক হাতে। পরনে সাদা টিশার্ট, সঙ্গে হালকা রঙের ঢিলেঢালা নীল ডেনিম আর খোলা চুল। টিশার্টে ইংরেজিতে চারটি লাইন লেখা। সেই লেখা নজর কাড়ে সবার। এক নারী কণ্ঠে প্রশ্ন আসে— টিশার্টে কী লেখা? অনুমান, তিনি মালাইকার বন্ধু। জবাবে মালাইকা পাল্টা প্রশ্ন করেন— তোমার ভালো লেগেছে?
টি-শার্টের গায়ে লেখা পড়ে শোনালেন মালাইকা। বললেন— আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। নেটিজেনরা বলি অভিনেত্রীর শিশুসুলভ কথাবার্তা ও আচরণে আপ্লুত। কারও কথায়— মালাইকা নাকি একঘেয়ে।
তুমি আর বিনোদন সমার্থক শব্দ। কেউ লিখেছেন— আমি জানি তুমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি একেবারে সঠিক জীবনযাপন করছ। ভালোবাসা নিও। এক অনুরাগী লিখেছেন— কঠিন সময় পেরিয়ে আবার উঠে দাঁড়াবে তুমি। আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে।
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫