আন্তর্জাতিক ডেস্ক : এবার ৫ লাখ ২২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। যা গত বছরের তুলনায় ১৮ হাজার ৮২ জন বেশি। ১ হাজার ২৮২টি কেন্দ্রে আট ঘণ্টা ধরে চলে মেরাথন এই পরীক্ষা।
স্থানীয় ভাষায় এই ভর্তি পরীক্ষাকে সুনেং বলা হয়। এটা কোরিয়ান শিক্ষার্থীদের শুধু বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতাই নয়, এটা এমন একটা পরীক্ষা তাদের জীবন বদলে দিতে পারে।
যেমন চাকরি ও আয় এমনকি সম্পর্ককেও প্রভাবিত করতে পারে এই পরীক্ষা। তাই এটাকে জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসাবেই বিবেচনা করা হয়। কোরিয়ায়র বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে আসে।
সুনেং-এ পাঁচটা বাধ্যতামূলক বিষয়ে পরীক্ষা দিতে হয়। বিষয়গুলো হল কোরিয়ান ভাষা, অঙ্ক, ইংরেজি, কোরিয়ান ইতিহাস ও সোশ্যাল স্টাডিজ বা সামাজিক বিজ্ঞান। এছাড়া ঐচ্ছিক হিসেবে রয়েছে ফরাসি, চীনা, জাপানি, রাশিয়ান ও আরবি ভাষা।
শিক্ষার্থীদের যাতে মনযোগ নষ্ট না হয় সেজন্য পরীক্ষার দিন বিমান অবতারণ ও উড্ডয়ন বন্ধ থাকে। বৃহস্পতিবারও (১৪ নভেম্বর) দুপুর ১টা ৫ মিনিট থেকে ৩৫ মিনিটের জন্য সারা দেশে সকল বিমান চলাচল বন্ধ ছিল।
পরীক্ষার্থীদের যেকোনো সাহায্যের জন্য দেশটির সবকিছু তৈরি থাকে। দেরি করে ফেলেছে এমন পরীক্ষার্থীদের সাহায্য করতে পুলিশ অফিসার, দমকলকর্মীদের ভোর থেকেই রাস্তার মোড়ে মোড়ে প্রস্তুত থাকতে দেখা যায়। প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্সও।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮