শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

কুয়াকাটায় শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর কুয়াকাটায় আজ থেকে শুরু ২০০ বছরের পূরোনো ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাস মেলা। ৩ দিনব্যাপী এই উৎসব চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) থেকে শুরু হয়ে, শুক্রবার ভোরে তীর্থযাত্রা শুরু হবে এবং শনিবার ভোরে পূর্ণ স্নান অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হবে এবারের রাস উৎসব।

আসন্ন রাস পূর্ণিমা ও রাস মেলাকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক লোকের সমাগম হবে এমনটি ধারণা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা ইউনিটগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইতিমধ্যে মেলার জন্য নির্ধারিত স্থানে দোকান পাট গড়ে উঠেছে এবং কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম রাস মেলায় আগত দর্শনার্থী ও পুণ্যার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে।

মেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা খেলনা গাড়ির দোকানদার রফিক উদ্দিন বলেন, ‘আমরা প্রতিবছর কুয়াকাটায় রাসমেলা উপলক্ষে দোকান নিয়ে আসি। এখানে হাজার হাজার মানুষ আসেন, আমরা আশা করছি এবারও ভালো মানুষের সমাগম হবে এবং আমরা ভালো বেচাকেনা করতে পারব।’

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নীহাররঞ্জন মন্ডল বলেন, রাস উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয়ভাব ধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসসমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্নার থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। প্রচলিত বিশ্বাসের জায়গা থেকে তারা মনে করে বঙ্গোপসাগরে জোয়ারে তাদের স্নানের মধ্যে দিয়ে জাগতিক পাপ মোচন হয়ে থাকে।

ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি এবার উৎসব ভালো কাটবে সবার, বলেন নীহাররঞ্জন মণ্ডল।

রাস মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পুণ্যার্থীদের পদচারণায় প্রতিবছরই জমজমাট হয়ে ওঠে কুয়াকাটা। সরগরম থাকে হোটেল-মোটেলগুলো। এবারও রাস মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও ট্যুর গাইডরা প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান তারা।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, মেলায় আগত দর্শনার্থী ও পুণ্যার্থীদের বরণ করতে প্রস্তুত রয়েছে হোটেল মোটেলগুলো। রাস মেলাকে ঘিরে কয়েক লক্ষাধিক পর্যটকদের আগমন ঘটবে, এ উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

মেলা উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌর প্রশাসনের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, রাসমেলাকে ঘিরে দেশ-বিদেশ থেকে আগত মেহমানদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট, থাকার স্থান, নিরাপদ পানি, সিসি টিভি স্থাপন, শতভাগ নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশসহ সাদা পোশাকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা বিশেষ এ আয়োজনকে সফল করতে পারব।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit