মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ভাগলপুর মুরগির ফার্মের রাস্তায় ছিন্তাইকারীর কবলে শিক্ষক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। পুলিশবক্স থাকলেও আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের টহল নেই।
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজপাড়া গ্রামের মৃত আব্দুল সোবহানের পুত্র মোঃ আসাদুজ্জামান বাচ্চুর নবাবগঞ্জ থানায় গত ০১/১০/২০২৪ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০/০৯/২০২৪ইং তারিখে মোঃ আসাদুজ্জামান বাচ্চুর ভাই শিক্ষক কামরুজ্জামান ও তার বন্ধু মোঃ রফিকুল ইসলাম রাত্রী সাড়ে ৯টায় রংপুরে ডাক্তারের নিকট চিকিৎসা শেষে মটরসাইকেল যোগ নিজ বাড়িতে ফেরার পথে নববাগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ভাগলপুর মুরগির ফার্মের নিকট আসা মাত্রা ছিন্তাইকারীরা প্লাস্টিকের মোটা দড়ি দিয়ে রাস্তা অবরোধ করে মটর সাইকেলসহ চালকে ফেলে দেন। এতে চালক কামরুজ্জামান ও তার বন্ধু মোঃ রফিকুল ইসলাম মারাত্বক আহত হন।
এই অবস্থায় ছিন্তাইকারীরা ধারালো অস্ত্র সহ শিক্ষক কামরুজ্জামান ও তার বন্ধু মোঃ রফিকুল ইসলাম কে এলোপাথাড়ি মারপিট করতে থাকে এবং চোঁখ, হাত-পা বেধে ফেলে তার পকেটে থাকা ২২ হাজার টাকা একটি এন্ড্রেয়েড মোবাইল, দুই বাটন মোবাইল ও কামরুজ্জামানের পালসার মটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ সময় তার বাঁচার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনা স্থলে ছুটে আসে এবং তাদের চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে খবর দিলে এ্যাম্বুলেন্স এসে রাত্রী ১২টায় তাদের দুজনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান।
এখানে তার অবস্থার অবনতি ঘটলে ঐ দিন রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটার পর ঐ স্থানে আরও কয়েকটি ছিন্তায়ের ঘটনা ঘটে। ছিন্তাইকারীরা প্রায় ৪ জনের নিকট থেকে টাকা মটরসাইকেল মারপিট করে নিয়ে যায়। সেখানে পুলিশ প্রশাসনের কোন টহল না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াদুদ এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঐ এলাকায় নিয়মিত ঢহলের ব্যবস্থা করা হবে।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৪