বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : জনগণের সেবায় দলের প্রতিটি নেতা-কর্মী জন্য কাজ করলে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শ্রমিকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অপকর্মের কলঙ্ক নেই। তাই যারা চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্ম করতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এ সময় তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। সেটা করতে না পেরে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে। তাই বর্তমানে যে শান্তিপূর্ণ সহবস্থান ও স্থিতিশীলতা রয়েছে তা নস্যাত ও ধূলিস্যাত করতে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করছেন। তারা বর্তমান অর্ন্তবর্তী সরকারকে হটাতে ও স্থিতিশীলতাকে ব্যর্থ করতে কখনো ডাকাত, আবার কখনো আনসার হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।’ এ সময় তিনি নির্বাচনের কোনো খবর নেই উল্লেখ করে যে যায় লঙ্কায় সে হয় বারণ বলে মন্তব্য করেন।
জেলা শ্রমিকদলের সভাপতি মো. হেবজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা।