আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ( ২৯ অক্টোবর) ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, দেশের প্রতিরক্ষা বাজেট ২০০ শতাংশের মতো বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর বেশি কোনো তথ্য জানাননি মোহাজেরানি।
এরই মধ্যে প্রস্তাবিত বাজেট পরিকল্পনা বিলটি সংসদে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। এরপর বিলটি নিয়ে পার্লামেন্টে যুক্তি-তর্ক উপস্থাপন হবে। ২০২৫ সালের মার্চ নাগাদ আইনপ্রণেতারা এটি চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে।
২০২২ সালে বিশ্বব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে ইরানের সামরিক খাতে ব্যয় ছিল ৬. ৮৫ বিলিয়ন ডলার। গত কয়েক মাস ধরে ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
সবশেষ শনিবার (২৬ অক্টোবর) ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইসরাইল। ইলাম, খুজেস্তান এবং তেহরানে কয়েক ঘণ্টা ধরে চালানো হামলায় প্রায় ২০টি স্থাপনায় আঘাত করে ইসরাইলি বাহিনী।
সোমবার (২৮ অক্টোবর) তেহরান জানিয়েছে, তারা ইসরাইলে পাল্টা হামলা চালাবে এবং এই হামলায় সম্ভাব্য সব ধরনের অস্ত্র ব্যবহার করবে। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে ইরানে। এই বাহিনীতে প্রায় ৬ লাখেরও বেশি সক্রিয় সৈন্য এবং প্রায় ৩ লাখ ৫০ হাজার সংরক্ষিত সৈন্য রয়েছে তেহরানের।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:১২