স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষ করে আগামী ২৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ উড়াল দেয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। তার আগে ওয়েস্ট ইন্ডিজের জন্য উড়াল দেবেন জর্ডান কক্স এবং রেহান আহমেদ। রেহান পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার প্রথম ওয়ানডে খেলার সম্ভাবনা খুব কম।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। আর ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে লিয়াম লিভিংস্টোনকে। এছাড়াও স্কোয়াডে রয়েছেন জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদরা।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৮