স্পোর্টস ডেস্ক : বাজে আবহাওয়ার কারণে রংপুর ও চট্টগ্রামের ম্যাচটি শুরু হয়েছিল দেরিতে। তবে দেরিতে শুরু হয়েও তাদের ম্যাচটি শেষ হয় আগেই। ৯ উইকেটে ২৭৩ তুলেই ইনিংস ঘোষণা বরেছিল রংপুর। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে অলআউট হলে ইনিংস ও ৮১ রানে হারে চট্টগ্রাম।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে দ্বিতীয় ইনিংস শুরু করে চট্টগ্রাম। প্রথম সেশনে ৫৭ রান তুলতেই ৮ উইকেট হারায় চট্টগ্রাম। দলটির দুই ব্যাটসম্যান ইফরান হোসেন ১৫ ও ইয়াসিন আরাফাত করেন ২৬ রান।
রংপুরের অধিনায়ক মিডিয়াম পেসার আবদুল্লাহ আল মামুন ৮ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দুই ইনিংসেই ২টি করে উইকেট নেওয়া আরেক পেসার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচসেরা হলেন।
আরেক ম্যাচে সিলেট একাডেমি মাঠে ঢাকা মহানগরকে ৬৩ রানের লক্ষ্য দেয় বরিশাল। লক্ষ্য ছুঁতে ২২ ওভার ও দেড় ঘণ্টার মতো হাতে ছিল মহানগরের। ১৫.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় মার্শাল আইয়ুবের দল।
ফলোঅন করা বরিশাল দিনটা শুরু করেছিল বিনা উইকেটে ৩২ রান নিয়ে। দলটি দ্বিতীয় ইনিংসে ২৫১ রানে অলআউট। তাসামুল হক করেছেন সর্বোচ্চ ৬২ রান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া তরুণ অফ স্পিনার আশরাফুল ইসলাম দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। প্রথম শ্রেণিতে অভিষেকেই ম্যাচসেরা হয়েছেন আশরাফুল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ দিনে ১০ উইকেট হাতে নিয়ে ৩৯৬ রান করতে হতো খুলনাকে। রাজশাহীর বিপক্ষে সেই পথে ছুটে ঝুঁকি নেয়নি দলটি। নিরাপদে খেলেই বরং হার এড়ানোর লক্ষ্যে সফল হয়েছে দলটি। খুলনা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট ৩১১ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
৮০ রান নিয়ে দিন শুরু করা ওপেনার সৌম্য সরকার আজ ফিরেছেন ৯ রান যোগ করেই। ১৩৬ রানের উদ্বোধনী জুটিতে তার সঙ্গী অমিত মজুমদারও ফিরেছেন ৮০-এর ঘরে। ২৫৭ বলে ৮৭ করেছেন অমিত, সৌম্য ৮৯ করেছেন ১১৬ বলে।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:০০