স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর নেইমার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনও মাঠে ফেরা হয়নি তার।
তবে নেইমার আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। আল-হিলাল সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য সময় ২১ অক্টোবর। গত মাস থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন ব্রাজিলের এই তারকা।
গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার পর এখনও মাঠে ফেরা হয়নি তার। কিন্তু ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার অনুমতি দিলে আগামী ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে দেখা যেতে পারে নেইমারকে। তার পাশাপাশি লাসমারের অনুমতি নির্ভর করছে নেইমারের জাতীয় দলে ফেরা নিয়েও।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৪০