বিনোদন ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা ইতোমধ্যে শুরু হয়েছে। সপ্তমীর দিনে এ দুর্গোৎসবে পূজামণ্ডপগুলোতে ছিল উপচেপড়া ভিড়। আর এ উৎসবে প্রতিবার নিয়ম করে বন্ধু অয়ন মুখার্জির বাড়িতে দুর্গাপূজায় ঢুঁ মারেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বেশ কয়েকবার আলিয়া ভাটকেও সঙ্গে নিয়ে এসেছিলেন।
সম্পর্কে রানি অয়নের কাজিন। সেই পরিপ্রেক্ষিতেই সুসম্পর্ক গড়ে উঠেছে মুখার্জিবাড়ির অন্যান্য সদস্যের সঙ্গেও। রানি হোক কিংবা কাজল— দুই তারকাই অভিনেতার কাছে বোন সমতুল্য। সপ্তমীর সন্ধ্যায় রানি মুখার্জির সঙ্গে মণ্ডপে বসেই আড্ডা দিতে দেখা যায় রণবীর কাপুরকে।
দুই তারকাকে খোশমেজাজে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেনি পাপারাজ্জিরা। এ সময় রানির পরনে হলুদ সিল্কের শাড়ি। হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর। খোপায় জড়ানো জুঁইফুলের মালা। রানির সাজপোশাকে আদ্যোপান্ত বাঙালিয়ানা। অন্যদিকে রণবীর কাপুরের পরনে ধূসর পাঞ্জাবি। সাদা পাজামা। কপালে আশীর্বাদ সিঁদুরে টিপ। একে অপরকে গালে গাল ঠেকিয়ে পূজার শুভেচ্ছা জানালেন তারা।
রণবীর কাপুরের মেয়ে রাহার এবার দ্বিতীয় পূজা। প্রথমবার মেয়েকে আড়ালে রেখেছিলেন রণবীর-আলিয়া। এবার কি মুখার্জিদের দুর্গাপূজায় দেখা যাবে সপরিবারে তাদের? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল অভিনেতার হাতে প্রসাদের ফল— আপেল ও কলা। ভক্তদের প্রশ্ন— মেয়ের জন্যই কি পূজার প্রসাদ নিয়ে গেলেন রণবীর?
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৫