স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সামনে রেখে মঙ্গলবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানেই জানান, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি। ১২ অক্টোবর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।
টেস্ট ক্রিকেটকে ২০২১ সালের জুলাইয়ে বিদায় জানিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে তার সেই অবসরের ঘোষণা ছিল নাটকীয়। সেঞ্চুরি হাঁকানোর পর অবসরের ঘোষণা দিয়ে অবাক করে দিয়েছিলেন সবাইকে। তবে এবার কোনো নাটকীয়তা নয়। অনেকটা অনুমিতভাবেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ।
সিরিজের মাঝপথে ঘোষণা দিলেও ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই অবসরের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন রিয়াদ। পরিবার এবং বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন এই সিদ্ধান্ত। অবসরের জন্য এটাকেই সেরা সময় মনে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’
তবে ওয়ানডে ক্রিকেট থেকে এখনই অবসরের ঘোষণা দিচ্ছেন না রিয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেবেন বাংলাদেশ ক্রিকেটে সাইলেন্ট কিলার নামে পরিচিত এই তারকা।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। সেই থেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তাতে ১১৭.৭৪ স্ট্রাইক রেট এবং ২৩.৪৮ গড়ে ২,৩৯৫ রান করেছেন তিনি। বল হাতে শিকার করেছেন ৪০ উইকেট।
২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে ১৬টি ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন, হার ২৬ ম্যাচে। তার নেতৃত্বেই ২০২১ সালে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় টাইগাররা।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪৪