আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাগারি। খবর বিবিসির। ড্যানিয়েল হাগারি বলেন, ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তবে, সেনারা বৈরুত বা দক্ষিণ লেবাননের কোনো শহরে ঢুকছে না।
হাগারি বলেন, ‘এটি একটি অভিযান, একটি বর্ধিত অভিযান। আমরা যত দ্রুত সম্ভব এটি করব এবং হিজবুল্লাহর হুমকি প্রতিরোধ করবো। আমরা হিজবুল্লাহকে (সীমান্ত থেকে) পেছনে ঠেলে দেব।’তিনি বলেন, ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর কাছে থাকা ইরানের তৈরি উন্নতমানের অস্ত্র ধ্বংস করে দিয়েছে।
হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার (১ অক্টোবর) দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি সেনারা। এরপরই এই অভিযানে ইসরাইলকে ‘সমর্থন করার প্রতিশ্রুতি’ দিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র।
তবে ইসরাইলের স্থল অভিযানের বিষয়টি অস্বীকার করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরাইলি সেনাবাহিনী প্রবেশ করেনি এবং তারা স্থল অভিযান চালায়নি। এ সময় তিনি সতর্ক করে বলেন, কয়েক ঘন্টা আগে তেল আবিবের ওপর হিজবুল্লাহ হামলা চালিয়েছে যা ছিল ‘শুরু মাত্র’।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫২