আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির আরও কয়েকজন সিনিয়র নেতা নিহত হন। রাশিয়া ও চীনসহ বিশ্বের অনেক দেশের নেতা এই হত্যাকাণ্ডের নিন্দা জানান।
আল মায়াদিনের প্রতিবেদন মতে, শনিবার (২৮ সেপ্টেম্বর) লা গুয়েরাতে ফিলিস্তিনপন্থি এক সমাবেশে বক্তব্য দেন মাদুরো। এ সময় নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন তিনি। হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকায় বিশ্বনেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘বিশ্বের কাপুরুষ নেতারা এখন নীরব।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করে মাদুরো বলেন, এসব এলাকার জনগণ ইসরাইলি শাসক গোষ্ঠীর গণহত্যা ও সন্ত্রাসী হামলার শিকার এবং ইসরাইল সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত যে আমাদের কেবল হিটলারের কথা মনে করিয়ে দেয়।
ইসরাইলের চলমান আগ্রাসন ও হত্যাযজ্ঞে গাজা ও লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন ভেনিজুয়েলার এই নেতা।
তিনি বলেন, বিপ্লবের ঐতিহাসিক ব্লকের পক্ষ থেকে আমি ইসলামি প্রতিরোধের নেতা সাইয়েদ নাসরাল্লাহকে হত্যার পর লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষরা নীরব। কিন্তু কেউ বিদ্রোহী ও বিপ্লবী জনগণকে নীরব করতে পারবে না।ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মুসলিম, আরব এবং বিশ্বের অন্যান্য জনগণকে ইসরাইলি শাসক গোষ্ঠীর পাশবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং লেবানন ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনেরও আহ্বান জানান।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর উপস্থিতি উল্লেখ করে মাদুরো বলেন, ‘এই হামলার আদেশ নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর থেকে জারি করা হয়েছিল।’
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩৩