স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। যেখানে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। শান্ত ও মুমিনুল মিলে গড়েছেন ৪৫ রানের অপরাজিত ইনিংস। শান্ত অপরাজিত আছেন ২৮ রানে। অন্য প্রান্তে ১৭ রান করা মুমিনুল সঙ্গ দিচ্ছেন তাকে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।
জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তাকেও ফেরান আকাশ দীপ। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। প্রথম টেস্ট হারের পর যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে তা অনুমেয়ই ছিল। কানপুর টেস্টে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। এদিকে ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রথম টেস্টের একাদশ নিয়েই মাঠে নামছে রোহিত শর্মার দল।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৪৩