ডেস্ক নিউজ : চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে সাকিব হোসেনের (২৩) ছুরিকাঘাতে খুন হলো বাবা আক্তার হোসেন (৫২)। বুধবার রাত সাড়ে ১২টায় হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তারা হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের বসবাস করে আসছেন।
নিহত আক্তার হোসেনের ছেলে রাসেল হোসেন জানান, ১ সপ্তাহ আগে বাবা আক্তার হোসেনের সঙ্গে সাকিবের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। সেদিন সাকিব আক্তার হোসেনকে না পেয়ে বসতঘর ভাঙচুর করে। এরপর বুধবার রাতে বাবা আক্তার হোসেনকে ঘুমন্ত অবস্থায় সাকিব কুপিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লে নিয়ে গেলে সেখানে অবস্থা খারাপ দেখে কুমিল্লা নেওয়ার পথে মারা যায়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ যুগান্তরকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।
কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৮