আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ( ৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট বলেছে মঙ্গলবার বিকেলের মধ্যে কর্মস্থলে ফিরে আসা চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যার শিকার হন ওই জুনিয়র চিকিৎসক। পরের দিন সকালে সেমিনার রুম থেকে তার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী শত শত চিকিত্সক কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন।
এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় নামে একজন পুলিশ স্বেচ্ছাসেবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফেডারেল পুলিশ গত সপ্তাহে কলেজের সাবেক অধ্যক্ষকেও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। এছাড়া ডাক্তাররা সরকারী হাসপাতালগুলোতে নিরাপত্তা এবং কর্মীদের জন্য বিশ্রামের জায়গার মতো মৌলিক অবকাঠামোর অভাব রয়েছে উল্লেখ করে আরও ভাল সুযোগ-সুবিধার দাবি জানিয়েছে।
এদিকে আদালত পশ্চিমবঙ্গ সরকারকে পুরুষ ও নারী কর্মীদের জন্য পৃথক ডিউটি রুম এবং টয়লেট প্রদান এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ডাক্তারদের উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এই হামলার প্রতিবাদে ভারতের সীমানা ছাড়িয়ে হাজার হাজার প্রবাসী ভারতীয় জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের ১৩০ টিরও বেশি শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।
সূত্র: রয়টার্স
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৫