খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমান স্থানে রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় হাজার হাজার নারী পুরুষ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের পর স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুলফৎগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, এডভোকেট মাসুদ দেওয়ান সহ আরো অনেকে। শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন তারা।
স্থানীয়রা জানায়, ১৯৬২ সাল থেকে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলে আসছে। এর মাধ্যমে নড়িয়্ধাসঢ়; উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে। ২০১৭/১৮ সালে পদ্মার তীব্র ভাঙ্গনের মুখে পরে হাসপাতালটি। ফলে কর্তৃপক্ষ নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডে হাসপাতল নির্মান করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এর পর পদ্মার ডানতীর রক্ষায় একটি শক্তিশালী বাঁধ নির্মান হওয়ায় ভাঙ্গনের মুখ থেকে বেচে যায় হাসপাতালসহ পুরো বাজার। ফলে বর্তমান স্থানেই হাসপাতালটির কার্যক্রম রাখার দাবী উঠে। স্থানীয়রা আরও জানায়, মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল নড়িয়ার চরআত্রা, নওপাড়া, ঘড়িসার ইউনিয়নের একটি বড় অংশ এবং ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা এবংজাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের জনসাধারণ ভৌগলিক অবস্থানের কারনে এই হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে।
স্থানীয়দের দাবী পুরাতন এই হাতাপাতালের কার্যক্রম স্থানান্তর করা হলে উক্ত ইউনিয়নের জনসাধারণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মুলফৎগঞ্জ এলাকা থেকে নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডে স্থানান্তরের যে প্রক্রিয়া চলছে তা কখনোই করতে দেয়া হবেনা।
এমতাবস্থায় হাসপাতালটির কার্যক্রম যদি জনগনের ইচ্ছার রিরুদ্ধে গিয়ে স্থানান্তর করা হয় তবে সাধারণজনগন তা কঠিনভাবে প্রতিহত করবে। পুরাতন কমপ্লেক্স থেকে তুন ভবনে কোন মালামাল, ডাক্তার, নার্স না নেওয়ার জোড় দাবি জানানো হয়।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫