স্পোর্টস ডেস্ক : সৌদিতে ফুটবলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। দেশটির ক্লাবগুলোর নজর বিশ্বের সব বড় বড় খেলোয়াড়দের ওপর। ইতোমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমাসহ অনেক বড় বড় তারকাদের দলে ভিড়িয়েছে সৌদির ক্লাবগুলো। তারকা খেলোয়াড়দের দলে টানতে রীতিমতো টাকার বস্তা নিয়ে তৈরি থাকে সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাব।
এবার ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার আনজেলো গাব্রিয়েলকে দলে ভিড়িয়েছে আল নাসর। ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে গত বছরই চেলসিতে যোগ দিয়েছিলেন গাব্রিয়েলে। কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। গত মৌসুমে ধারে ফরাসি ক্লাব ত্রাসবুলে খেলেন এই ফুটবলার।
এবারের প্রাক মৌসুমে অবশ্য চেলসির স্কোয়াডে ছিলেন গাব্রিয়েল। তবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দিলেন সৌদি ক্লাব আল নাসরে। সেখানে সতীর্থ হিসেবে তিনি পাবেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ১৫ বছর ৩০৮ দিন বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে শীর্ষ পর্যায়ে তার অভিষেক হয়। ব্রাজিলের জাতীয় দল চ্যাম্পিয়নশিপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন আনজেলো গাব্রিয়েল।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২১