স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে দেশের তো বটেই বিশ্বের সেরা অলরাউন্ডারের তকমা নিজের দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। এক সময় তিন ফরম্যাটেরই নম্বর ওয়ান অলরাউন্ডারের খেতাবকে নিজের সম্পত্তিতে পরিণত করেছিলেন তিনি। কিন্তু ক্যারিয়ার সায়াহ্নে এসে সিংহাসন হারিয়েছেন সাকিব। টাইগারদের জার্সিতেও আগের সেই আগুনে পারফরম্যান্স কমই দেখাতে পারছেন এই বাঁহাতি।
সাকিবের সবচেয়ে ভালো বিকল্প যিনি হতে পারতেন, দীর্ঘ একটা সময় জাতীয় দলে বোলার পরিচয়েই কাটিয়ে দিয়েছেন তিনি। মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে নিজের প্রতিভার জানান দেয়ার সুযোগ কমই পাচ্ছিলেন। সুযোগ এলেও পারছিলেন না কাজে লাগাতে। কিন্তু সময়ের সঙ্গে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো ভূমিকা রাখা শুরু করেছেন তিনি। অন্তত পরিসংখ্যান বলছে অলরাউন্ডার হিসেবে সময়ের সেরাদের দৌঁড়ে উঠে আসছেন মিরাজ।
পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজেই অলরাউন্ড পারফরম্যান্সের দারুণ দৃষ্টান্ত দেখিয়েছেন মিরাজ। রাওয়ালপিন্ডিতে ২ টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় এই অলরাউন্ডার বিশাল ভূমিকা পালন করেছেন। হয়েছেন সিরিজসেরা। প্রথম টেস্টের একমাত্র ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে ৭৭ রানের ইনিংস খেলেন মিরাজ। বল হাতেও প্রথম ইনিংসে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করে পাকিস্তানকে ধসিয়ে দিতে বড় অবদান রাখেন।
দ্বিতীয় টেস্টে ছাড়িয়ে গেছেন প্রথম টেস্টের পারফরম্যান্সকেও। প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন ক্রিজে এসে লিটন দাসের সঙ্গে ১৬৪ রানের জুটি গড়ে দলকে বাঁচান। চাপের মধ্যেই খেলেন ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। এর আগে বল হাতে ৬১ রানের বিনিময়ে শিকার করেন ৫ উইকেট। সিরিজে দুই ইনিংসে ১৫৫ রান ও বল হাতে ১০ উইকেট শিকার করা মিরাজকে সিরিজসেরা বেছে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি।
গত চার বছরে মিরাজের পরিসংখ্যানগত উন্নতি হয়েছে দারুণভাবে। ২০২০ সালের ১ জানুয়ারির পর থেকে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ৯৪ ম্যাচ খেলে ২,০৯১ রান ও ১৬২ উইকেট শিকার করেছেন। এই সময়ে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে দুই হাজার রান ও দেড়শ উইকেটের ডাবলস শুধু মিরাজেরই আছে। সাকিব আল হাসান এ সময়ে ২,৯১২ রান করলেও শিকার করেছেন ১৪৬ উইকেট। অন্যদিকে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ২,১১২ রানের পাশাপাশি শিকার করেছেন ১৪১ উইকেট।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫