স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার ২০২৪-২৫ মৌসুমের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। নিজেদের প্রথম ম্যাচে গত রাতে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যান ইন হোয়াইটরা। পয়েন্ট ভাগের জন্য ম্যাচ শেষে নিজেদের রক্ষণভাগকে দায়ী করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
মায়োর্কার মাঠ সন মোয়েক্স স্টেডিয়ামে এই ম্যাচটি দিয়ে লা লিগায় অভিষেক হয় কিলিয়ান এমবাপ্পের। খুব স্বাভাবিকভাবেই ম্যাচটিকে ঘিরে বাড়তি আগ্রহ ছিল ভক্তদের। এমবাপ্পেকে পেয়ে নিজেদের শক্তি বাড়লেও মাঠের পারফরম্যান্সে সেটার ছাপ দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো নিজেদের স্বভাবজাত রূপ দেখাতেই ব্যর্থ ছিল সফরকারী শিবির।
আনচেলত্তি বলেন, ‘দলের পারফরম্যান্সে আমি মোটেও সন্তুষ্ট নই। আমাদের শুরুটা ভালো ছিল। ম্যাচের শুরুতে গোল করেছিলাম। আরও একটি গোল করার সুযোগ এসেছিল। তবে দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় ভারসাম্যের অভাব ছিল। এজন্য আমরা ম্যাচটি হারতেও পারতাম। ছেলেরা ভালো খেলেনি। আমাদের দল যেভাবে গড়া হয়েছে সেখানে রক্ষণভাগের ভারসাম্য রক্ষা এর মৌলিক অংশ।’
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১১:৪৪