আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তদন্ত কমিটি সোমবার (১৯ আগস্ট) সেম নদীর তীরে অবস্থিত সেতুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে, রাশিয়ার এই দাবির বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রুশ নৌবাহিনী ওই অঞ্চল থেকে ১৯ জন ইউক্রেনীয় সেনাকে আটক করেছে। এতে ইউক্রেনীয় সেনাদের ‘নাশকতাকারী’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া আরআইএ একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বলেছে, এটি বন্দি ইউক্রেনীয় সেনাদের ভিডিও। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে, রাশিয়ার তদন্ত কমিটির একজন প্রতিনিধির একটি ভিডিও বিবৃতি রুশ রাষ্ট্রীয় টিভি উপস্থাপক ভ্লাদিমির সলোভিভের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে তৃতীয় সেতুতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ৬ আগস্ট থেকে আন্তঃসীমান্ত হামলার অংশ হিসেবে সেতুগুলো ধ্বংস করছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার রাশিয়ান শহর গ্লুশকোভোতে একটি সেতুতে আঘাত করে তারা। এরপর রোববার (১৮ আগস্ট) ইউক্রেনীয় কর্মকর্তারা সেম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংসের দাবি করে।
ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেন, রাশিয়ার সরবরাহ লাইনে বিঘ্ন ঘটাতেই হামলার পরিকল্পনাগুলো করা হয়েছে। এর ফলে লজিস্টিক সক্ষমতা থেকে বঞ্চিত হতে যাচ্ছে রাশিয়া।
হামলার কয়েক ঘণ্টা পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর প্রশংসা করেন। সেই সঙ্গে ওই অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণ প্রতিরোধে একটি বাফার জোন তৈরির পরিকল্পনার কথাও বলেছেন তিনি।
রাশিয়া ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার পর, কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ইউক্রেনের মনোবল বাড়াতে সাহায্য করেছে।
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৮