ডেস্ক নিউজ : বুধবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, ‘মাজা ভাঙা ওবায়দুল কাদের আজ কোথায়? তার নেত্রী বলেছিলেন- শেখ হাসিনা পালায় না, আজকে আপনার নেত্রী কোথায়?’
ভুয়া শেখা হাসিনা ও ওবায়দুল কাদের গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘পুলিশ দিয়ে ১৫ বছর আমাদের নেতাকর্মীদের অত্যাচার করেছে। খালেদা জিয়াকে যেই কারাগারে রাখা হয়েছিল, সেটা ধুয়ে রেখেছি আপনাদের জন্য।’
বিগত ১৬ বছরে দেশে যতগুলো খুন হয়েছে, শেখ হাসিনা সবগুলোর এক নম্বর আসামি বলে অভিযোগ করেছেন আব্দুস সালাম।তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের শত্রু। তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। তারা দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে।’আগে হত্যার বিচার করতে হবে, এরপর আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৩