স্পোর্টস ডেস্ক : গত মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। মেসিকে ছাড়াও কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। তখন থেকেই মাঠের বাইরে মেসি। পড়ে মায়ামির কোচ জানান, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসি।
যদিও গত বুধবার (৭ আগস্ট) তাতা মার্তিনো জানিয়েছিলেন দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা না থাকলেও মেসি এখন সুস্থ এবং জিমে সময় কাটাচ্ছেন। তাতেই আশা জেগেছিল মেসি হয়তো দ্রুতই মাঠে ফিরবেন।
এদিকে গত বছর ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়েছেন মেসি। লিগস কাপ জেতাতে মেসি মায়ামির হয়ে ১০ গোল করেছিলেন। বুধবার মায়ামি-কলম্বাস ম্যাচে যে দল জিতবে, তারা উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ১২:০০