ডেস্ক নিউজ : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৯টি পরিবারকে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লাখ টাকা প্রদান করা হয়েছে। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে এ টাকা দেওয়া হয়।
সোমবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এ টাকা নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা। সাহায্য প্রাপ্তদের মধ্যে বানিয়াচংয়ে ৮ জন এবং হবিগঞ্জ সদরে ১ জন রয়েছেন।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২৫