স্পোর্টস ডেস্ক : ভারতের টেস্ট এবং ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তার আগে অধিনায়কের দায়িত্বে ছিলেন আরেক তারকা ব্যাটার বিরাট কোহলি। রোহিতের বয়স এখন ৩৭ এবং কোহলির ৩৫। একজন ক্রিকেটার হিসেবে বেশিরভাগ খেলোয়াড়ই নিজের ফিটনেস ধরে রাখতে পারেন না তাই এই বয়সে অবসরে চলে যান, ইতিহাস অন্তত তাই বলে।
কবে অবসরে যাবেন সময়ের অন্যতম সেরা এই দুই ব্যাটার? ভারতীয় ছাড়াও এই প্রশ্ন অনেক ক্রিকেট প্রেমীদের মনেই। অনেকের ধারণা চলতি বছরের শেষেই নিজেদের ব্যাট তুলে রাখবেন এই দুই তারকা। তবে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং জানিয়েছেন ভিন্ন মত।
কিংবদন্তি অফ স্পিনার হরভজনের মতে, রোহিত এবং কোহলি তরুণ খেলোয়াড়দের তৈরি করার জন্য, বিশেষ করে টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘সীমিত ওভারের ক্রিকেট হোক বা টেস্ট ক্রিকেট হোক না কেন সব ফরম্যাটেই আপনার অভিজ্ঞতা দরকার। টেস্টে আরও বেশি দরকার। যে প্রতিভা আগামীতে আসছে তা লালন করার জন্যও আপনার অভিজ্ঞ ক্রিকেটার দরকার।’
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১২:০০