স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের ঢাকুরিয়া বাজারে শনিবার বিকেলে বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, বোরহানুল ইসলাম, হযরত আলী খা, মোশাররফ হোসেন, আনিচুর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি শহীদ ইকবাল হোসেন বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার ও ধর্মীয় উপসনালয়ে কোন প্রকার ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চলমান পরিস্থিতি নিয়ে কেউ যেন বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সে ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/রাত ১১:২৫