আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার (৭ আগস্ট) রাত থেকে ভারতের হিমাচল প্রদেশের শ্রীখণ্ডের কাছে সামেজ এবং বাগী সেতুর মাঝামাঝি এলাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। এতে ভয়াবহ বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) এক বিবৃতিতে জানায়, বন্যা কবলিত এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এনডিআরএফের কম্যান্ড্যান্ট বলজিন্দর সিং সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে বলেন, ‘হিমাচলের দুর্গম এলাকায় উদ্ধারকাজের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল উদ্ধারকর্মীরা। দুর্যোগকবলিত এলাকায় এখনও উদ্ধারকাজ চলছে।’
এদিকে আবহাওয়া দফতর জানায়, হিমাচল প্রদেশের মান্দি জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই থেকে ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের শিমলা, মান্দি এবং কুলু জেলা। এতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। এমন পরিস্থিতিতে নিখোঁজ রয়েছে বহু মানুষ। আর মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। সরকারি সূত্রে জানা গেছে, গত ২৭ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত রাজ্যে শুধুমাত্র বৃষ্টির কারণে দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ৭৯ জন।
কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ৯:২৮