রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে যা বলছে বিসিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : গত ৭ জানুয়ারির নির্বাচনে নতুন পরিচয় পান সাকিব আল হাসান। বাংলাদেশ আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদের সদস্য হন তিনি। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। চলমান অস্থিরতায় আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য থেকে শুরু করে সমর্থরা কার্যত প্রকাশ্যে আসছেন না।

সাকিব মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার গায়ে রাজনীতিবিদের তকমাও সেটে গেছে। ছাত্রজনতার আন্দোলনের সময় সমর্থন তো দূরের কথা, টু শব্দটিও করেননি তিনি। যে কারণে দেশে ও প্রবাসে থাকা বাংলাদেশি সমর্থকরা রুষ্ট সাকিবের ওপর। কানাডায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালীন সমর্থকরা মাঠে প্রকাশ্যেই গালমন্দ পর্যন্ত করেছেন একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিকেটারকে। এমন অবস্থায় সাকিবের নিরাপত্তা নিয়েও আছে শঙ্কা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ পর্যন্ত তিনি খেলবেন কিনা, বা তাকে আদৌ দলে রাখা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন জেগেছে।
 
সাকিবের অবশ্য সরাসরি কানাডা থেকেই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা। তাই দেশে এখনই ফিরতে হচ্ছে না সাকিবকে। এ বিষয়ে শাহরীয়ার নাফিস বলেন, ‘সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি (যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলার) রয়েছে। এরপর বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা। বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত দল (পাকিস্তান সফরের) ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না।’
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দলের বিদেশি কোচ ও স্টাফদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এ ব্যাপারে নাফীস বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের যে সাপোর্ট স্টাফ, গত ১ আগস্ট থেকেই তারা সবাই দেশে আছেন। তারা অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন। আমরা যদি অনুশীলন শুরু করতে পারি, তাহলে তারা অবশ্যই অনুশীলনে থাকবেন।’
 
দেশের চলমান অস্থির পরিস্থিতির জন্য জাতীয় দলের অনুশীলন শুরু করা সম্ভব হয়নি। তবে আগামীকাল (বৃহষ্পতিবার) থেকেই অনুশীলন শুরু করার ব্যাপারে আশাবাদী বিসিবি। নাফীস বলেন, ‘আলহামদুলিল্লাহ আজকে আমরা ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিলেন না। আজকে এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছেন। তাই ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit