স্পোর্টস ডেস্ক : লা লিগার রেফারিং অন্য লিগগুলোর চেয়ে অনেক বেশি সমালোচিত। বলা যায় ইউরোপের লিগগুলোর মধ্যে সবচাইতে বেশি। আধুনিক এই যুগে এসেও তাদের নেই ভিএআর সিস্টেম। এছাড়াও অনেক নিয়ম কানুনেই প্রায়ই ক্ষুদ্ধ হতে দেখা যায় ক্লাবগুলোকে। আড় মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে ফুটবলারদের তর্কা-তর্কির ঘটনা তো অতিসাধারণ চিত্র।
এবার সেটাই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ রেফারিরা। করা হয়েছে নতুন নিয়ম। হাঁটছে উয়েফার দেখানো পথে। ম্যাচ চলাকালীন রেফারির দেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে দলের অধিনায়ক ব্যতীত আর কেউই কথা বলতে পারবেন না রেফারির সাথে। শুধুমাত্র অধিনায়কের সাথে কথা বলবেন অন-ফিল্ড রেফারি।
ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড যদি কোনো গোলকিপারের বাহুতে থাকে, সেক্ষেত্রে তিনি যাকে কথা বলতে অনুমতি দিবেন- শুধুমাত্র ওই ফুটবলারই রেফারির সাথে কথা বলতে পারবেন কোনো সিদ্ধান্তের পর। অধিনায়ক ব্যতীত কোনো ফুটবলার যদি রেফারির কাছে কোনো সিদ্ধান্ত নিয়ে জবাবদিহিতা চান সেক্ষেত্রে তাকে সাথে সাথে হলুদ কার্ড দেখাতে পারবেন রেফারি।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১১:০০