জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল ২০২৩-২০২৪ অর্থ বছরের বিবিজি ২য় কিস্তির কর্মসূচী বাস্তবায়নের লক্ষে গরিব অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন, প্রান্তিক কৃষকের মাঝে স্প্রেমেশিন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ। বৃহস্পতিবার (১৮ জুলাই ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে গগন চন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ, বেকার যুবতীদের সেলাই মেশিন ও প্রান্তিক কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, যুবতীদের সেলাই মেশিন,প্রান্তিক কৃষকের মাঝে স্প্রে মেশিন তুলেদেন। এসময় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো.রফিকুল ইসলাম,গনচন্দ্র কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাইপ্রু মারমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,প্যানেল চেয়ারম্যান মুকন্দ্র ত্রিপুরা,ইউপি সদস্য দ্বীপার মোহন ত্রিপুরা,ইউপি সদস্য প্রকাজয় এিপুরা , ইউপি সদস্য সুমন ত্রিপুরা, ইউপি সদস্য শান্তি ময় ত্রিপুরা, ইউপি সদস্য কান বালা ত্রিপুরা, সহ, শিক্ষার্থী, শিক্ষক, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা জানান,ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বেকার যুবতীদের মাঝে সেলাই মেশিন,প্রান্তিক কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,পিছিয়ে পড়া মেধাবী গরিব শিক্ষার্থীদের ভাল করে লেখাপড়া করার জন্য সদর ইউপি,র উন্নয়ন সহায়তা তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল,ব্যাগ, বেকার যুবতীদের সেলাই মেশিন, প্রান্তিক কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন জীবনে প্রতিষ্টিত হতে হলে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংগীত চর্চা করার জন্য আহবান জানান তিনি।
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩